শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

কৃষি সুরক্ষার পাশাপাশি দরকার ‘করোনা’ সম্পর্কে সচেতনতা বাড়ানো

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষিসুরক্ষার পাশাপাশি দরকার ‘করোনা’ সম্পর্কে সচেতনতা বাড়ানো। মাঠে দন্ডায়মান ফসলের প্রতি সর্বোচ্চ দৃষ্টি দেয়া প্রয়োজন। কোনো রোগপোকার আশঙ্কা থাকলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাহলেই ফসলের উৎপাদন হবে আশানুরূপ।

সোমবার (২৩ মার্চ) বরিশালের খামারবাড়িস্থ ডিএই অতিরিক্ত পরিচালকের কক্ষে বিভাগীয় মাসিক সভায় সভাপতির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন এসব কথা বলেন।

আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. তাওফিকুল আলমের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই বরিশালের উপপরিচালক হরিদাস শিকারী, ভোলার উপপরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ, ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, পটুয়াখালীর উপপরিচালক হৃদয়েশ^র দত্ত, পিরোজপুরের উপপরিচালক আবু হেনা মো. জাফর, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. শহীদুল্লাহ, ঝালকাঠির জেলা প্রশিক্ষণ অফিসার মো. মনিরুল ইসলাম, বরিশালের জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, বরগুনার অতিরিক্ত উপপরিচালক এস. এম. বদরুল আলম, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) ঊর্ধ্বতন প্রশিক্ষক যুথিকা পাল, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।

অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম এবং এর অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে ডিএই, কৃষি তথ্য সার্ভিস, হর্টিকালচার সেন্টার, এসসিএ এবং এটিআইর কর্মকর্তা উপস্থিত ছিলেন।

This post has already been read 4105 times!

Check Also

মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা: পাবনা’র ভাঙ্গুড়া উপজেলায় মৃত্তিকা সম্পদের যৌক্তিক ও লাভজনক ব্যবহার, মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি …