রবিবার , ফেব্রুয়ারি ২৩ ২০২৫

মৎস্য পোনা, খাদ্য ও জরুরি উপকরণ হিসেবে পরিবহন সহায়তা চায় বাপকা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য পোনা, খাদ্য ও জরুরি উপকরণ হিসেবে পরিবহন সহায়তা চেয়েছে BAPCA বা বাংলাদেশ অ্যাকোয়া প্রোডাক্টস কোম্পানিজ এসোসিয়েশন। এ ব্যাপারে সহায়তার জন্য বাপকা’র সভাপতি মোহাম্মদ তারেক সরকার ও মহাসচিব মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি বুধবার (২৫ মার্চ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস  (কোভিড-১৯) এর ব্যাপক বিস্তার ও সংক্রমণের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার জনস্বার্থে কতিপয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যা এ মূহের্তে দেশের জনস্বার্থে অতীব প্রয়োজনীয়। এ কার্যক্রমের আওতায় আগামী ২৬ মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষিত হয়েছে। এ সময় গণপরিবহন এবং দোকানপাট বন্ধ থাকবে, তবে জরুরি সেবা এবং কাচঁবাজার খোলা থাকার কথা রয়েছে।

চিঠিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়েকে অবগত করা হয় যে, মৎস্য ও চিংড়ি হ্যাচারিতে পোনা উৎপাদন একটি চলমান প্রক্রিয়া, এখন এ পোনা উৎপাদনের মৌসুম, এ সময় পোনা উৎপাদন বন্ধ রাখা যায় না, এ সময় পোনা উৎপাদন কার্যক্রম চলমান থাকার পাশাপাশি পোনা পরিবহন, মাছ ও চিংড়ির খাদ্য ও জরুরি উপকরন পরিবহন নিরবিচ্ছিন্ন হওয়াা আবশ্যক, কেননা Live animal বা Fish Farming তো বন্ধ রাখা যাবেনা।

চিঠিতে সংগঠনটির পক্ষ থেকে মৎস্য ও চিংড়ি পোনা, খাদ্য এবং জরুরি চাষ উপকরন পরিবহনে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিশেষ সহযোগিতা কামনা করা হয়।

This post has already been read 5318 times!

Check Also

কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টার উন্নয়নে জাপানের সাথে চুক্তি স্বাক্ষর

বিশেষ সংবাদদাতা (টোকিও): জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আজ বুধবার (২৯ জানুয়ারি) ‘কক্সবাজার জেলায় বাংলাদেশ মৎস্য …