Friday , April 18 2025

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

মন্ত্রী বৃহস্পতিবার (২ এপ্রিল) এক শোক বার্তায় মরহুম শামসুর রহমান শরীফের বিদেহী আত্মার পরলৌকিক শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফের রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতা এদেশের রাজনীতির ইতিহাসে তাঁকে অনন্য উচ্চতায় আসীন করে রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক ভূমি ব্যবস্থার প্রবর্তনে তাঁর অনবদ্য ভূমিকা জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে।”

This post has already been read 5121 times!

Check Also

নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মানুষ হিসেবে-দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের …