সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪

রবিবার থেকে চালু হবে পিআরটিসি ল্যাব

প্রতীকি ছবি

নিজস্ব প্রতিবেদক:  আগামী ৫ এপ্রিল, রবিবার থেকে পুনরায় চালু হচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পিআরটিসি (পোলট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার) ল্যাব। প্রাথমিকভাবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ল্যাব খোলা থাকবে। বুধবার (১ এপ্রিল) চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এর ‍উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুম ইমাম স্বাক্ষরিত জারিকৃত পত্রে ৪টি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। শর্তগুলো হচ্ছে-

১. নমুনা পরীক্ষা/সেবা গ্রহণের জন্য ক্যাম্পাসে আগত ব্যক্তিকে অবশ্যই মুখে মাস্ক ও হ্যান্ড গ্লাভস্ পরিহিত অবস্থায় আসতে হবে;

২. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে নমুনা পরীক্ষা/সেবা গ্রহণকারী ব্যক্তিকে গেইটে হ্যান্ড স্যানিটাইজার দ্বারা জীবানুম্ক্তু হতে হবে;

৩. ক্যাম্পাসে আগমন/অবস্থান বা পিআরটিসি’তে প্রবেশ/সেবা গ্রহণের ক্ষেত্রে পরস্পরের মধ্যে কমপক্ষে ৬ (ছয়) ফুট দূরত্ব বজায় রাখতে হবে;

৪. অসুস্থ্য কোন ব্যক্তি (নমুনা পরীক্ষা/সেবা গ্রহণকারী) ক্যাম্পাসে বা পিআরটিসি’তে প্রবেশ করতে পারবে না।

এ প্রসঙ্গে বিপিআইসিসি সভাপতি মসিউর রহমান বলেন, বিপিআইসিসি সহ পোল্ট্রি শিল্পের সংগঠনগুলোর নেতৃবৃন্দের আন্তরিক প্রচেষ্টা এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, এনবিআর, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক সহযোগিতার কারণে পিআরটিসি ল্যাবের কার্যক্রম পুনরায় চালু করার মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, অনেক চেষ্টার পর পিআরটিসি ল্যাব খোলার ব্যবস্থা করা হয়েছে। আমরা চেষ্টা করছি সময়টা আরও কিছুটা বাড়ানো যায়, সেটা সম্ভব না হলে লোকবল বাড়িয়ে কিভাবে মালামাল দ্রুত ছাকরণের ব্যবস্থা করা যায়।

এ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় দেশের পোলট্রি ও পশু খাদ্য তৈরির কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠান ইব্রাতাস ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন চৌধুরী বলেন, বেশ কিছুদিন ধরে পিআরটিসি ল্যাব বন্ধ থাকাতে আমদানিকৃত বহু কাঁচামাল বন্দরে আটকে ছিল। ফলে বন্দর ডেমারেজসহ, দেশের ফিড কোম্পানি থেকে শুরু করে প্রাণি স্বাস্থ্যসেবা পণ্যের ব্যবসার সাথে জড়িত সব প্রতিষ্ঠান খুব চিন্তার মধ্যে ছিলেন।

তিনি বলেন, ল্যাব বন্ধ থাকাতে কাঁচামাল খালাস করা যাচ্ছিলোনা এবং পোলট্রি ও প্রাণিজাত খাদ্য পণ্য উৎপাদনে ব্যাহত হচ্ছিলো। আশা করি এখন থেকে সে বাঁধা কেটে যাবে। সরকার এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

উল্লেখ্য, গতকাল (১ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি শীঘ্রই পিআরটিসি চালুর ব্যাপারে ঘোষণা দেন এবং তার পরপরই চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে তড়িৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

This post has already been read 4878 times!

Check Also

সাড়ে ৬ টাকা দরে ভারতীয় ডিম এলো বাংলাদেশে!

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: ডিম আমদানির অনুমতির পর চতুর্থ চালানে এবার ভারত থেকে ডিম আমদানি হলো সাড়ে …