বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

পোলট্রি, মৎস্য ও ডেইরি সংকট : কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বর

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে মৎস্য, পোলট্রি ও ডেইরি খাতের নানাবিধ সংকট মোকাবেলা এবং প্রাণিজ আমিষ সরবরাহ সচল রাখার লক্ষ্যে মাছ, মাংস, দুধ, ডিমসহ পোলট্রি, পশু ও মৎস্য খাদ্য/বিভিন্ন উপকরণ, উৎপাদন, পরিবহন এবং বিপণনে উদ্ভূত সমস্যা সমাধানে গঠিত কন্ট্রোল রুমের কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি উক্ত কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করবেন। এ ব্যাপারে শুক্রবার (৩ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. অমিতাভ চক্রবর্তী স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের নামের পার্শ্বে নিম্নবর্ণিত তারিখে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের কন্ট্রোল (ভবন নং-১, কক্ষ নং -৪০৮) উপস্থিত থেকে দায়িত্ব পালনসহ সার্বিক কার্যক্রমে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করবেন।

নং কর্মকর্তাদের নাম ও পদবী মোবাইল নং দায়িত্ব পালনের তারিখ
মো. মাহবুবুল হক, উপসচিব (বাজেট) ০১৭১৮৬৪৭৫৮০ ০৪/০৪/২০২০
মো. আব্দুর রহমান, উপসচিব (প্রশাসন-১) ০১৭১২৫৮২৩২৩ ০৫/০৪/২০২০
আ.ন.ম. নাজিম উদ্দিন, উপসচিব (মৎস্য-৩) ০১৭১৮২০৭০৬৫ ০৬/০৪/২০২০
এস.এম. তারিক, উপসচিব (মৎস্য-৪) ০১৭১১৭৩৭৮৩৮ ০৭/০৪/২০২০
পুরকেশ মণ্ডল, সিনিয়র সহকারী প্রধান (প্রাণিসম্পদ পরিকল্পনা-১) ০১৭১১০৪৭০৬৮ ০৮/০৪/২০২০
আলমগীর হুছাইন, উপসচিব (মৎস্য-২) ০১৭১৮৪৫৯১৪৯ ০৯/০৪/২০২০
ড. এসএম যোবায়দুল কবির, উপসচিব (মৎস্য পরিকল্পনা-২ শাখা) ০১৭১৫২৭৯৩৮১ ১০/০৪/২০২০
মো. আব্দুল মতিন, উপপ্রধান (পরিকল্পনা) ০১৯৯০২৮৯১১৮ ১১/০৪/২০২০

কন্ট্রোল রুম প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত হবে। কন্ট্রোল রুমের টেলিফোন নং-০২-৯১২২৫৫৭। মৎস্য, পোল্ট্রি ও ডেইরি খাতে উদ্ভূত সমস্যা তথা মাছ, দুধ, ডিমসহ পোল্ট্রি ও ডেইরী পণ্য ও খাদ্য পরিবহন, বিপণনসহ এ সংক্রান্ত সমস্যা উল্লেখিত হটলাইনের মাধ্যমে তাৎক্ষণিক সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে।

This post has already been read 11694 times!

Check Also

গবাদিপ্রাণীর বীমা নিয়ে খামারিদের জন্য বিশেষ সেবা দিচ্ছে ফিনিক্স ইন্স্যুরেন্স

গবাদিপ্রাণী পালন বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি খাত। তবে দুর্ঘটনা, অসুস্থতা কিংবা প্রাণীর মৃত্যু অনেক সময় …