বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

দুধ, ডিম, মাংসের সাথে করোনা ভাইরাস সংক্রমণের কোন সম্পর্ক নেই -বিভিএ

নিজস্ব প্রতিবেদক: ”প্রাণীজ আমিষ যেমন দুধ, ডিম, মাংসের সাথে করোনা ভাইরাস (কোভিড-১৯ রোগ) এর সংক্রমণের কোন সম্পর্ক নেই। রোগটি গৃহপালিত ও পোষা প্রাণী থেকে মানুষে ছড়ানোর কোন প্রমান নেই, তাই এ বিষয়ে জনসাধারনের আতঙ্কিত হওয়ার কোন কারন নেই” মর্মে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ)। এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে উল্লেখিত বিষয়ে গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনের সভাপতি ডা. এস এম নজরুল ইসলাম ও মহাসচিব ড. মুহাম্মদ হাবিবুর মোল্লা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি হতে এসব তথ্য পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, OIE (World Organization for Animal Health) এর রিপোর্ট (৩০ মার্চ, ২০২০) অনুযায়ী, গৃহপালিত ও পোষা প্রাণী থেকে মানুষে COVID-19 ছড়ানোর কোন প্রমান নেই। রোগটির বর্তমান বিস্তার মানুষ থেকে মানুষে সংক্রমণের ফলাফল । আজ অবধি, কোন প্রমাণ নেই যে গৃহপালিত ও পোষা প্রাণীগুলি এই রোগ ছড়ায় । সুতরাং, প্রাণীদের বিরুদ্ধে কোন ধরণের অন্যায় আচরণের কোন যৌক্তিকতা নেই, যা তাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে ।

This post has already been read 6545 times!

Check Also

SAU Hosts Intern Orientation Program in collaboration with Square Agrovet

SAU Correspondent: Sher-E-Bangla Agriculture University (SAU) held the Intern Orientation Program 2023 for students entering …