রবিবার , ফেব্রুয়ারি ২৩ ২০২৫

নেশার বাণিজ্যে করোনার ঝুঁকি বাড়ছে সীমান্তবর্তী উপজেলা বিরামপুরে

প্রতীকি ছবি

গোলাম মুরতুজা হোসেন (দিনাজপুর) : করোনা ভাইরাস (কভিড-১৯) পরিস্থিতি নিয়ে যখন পুরো বিশ্ব আতঙ্কিত, মানুষের অপ্রয়োজনীয়ভাবে বাড়ি বাহিরে যেতে নিষেধ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বাংলাদেশ সরকার যখন করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে সব কিছু লকডাউন করছে, তবে কাজ হচ্ছে না মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর বেলায়। প্রশাসন মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে যখন ব্যস্ত ঠিক সেই সময়কে কাজে লাগিয়ে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল, ইয়াবা,মদ ইত্যাদি মাদক ভারত থেকে বিভিন্ন হাত বদল করে চলে আসতেছে দিনাজপুর জেলায় বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম কাটলা, দাউদপুর, জোতবানী, ভাইগড়, শিবপুর বাজারের এসব জায়গায়।

উত্তরের বিভিন্ন  অঞ্চল থেকে মোটরসাইকেলে দুই, তিনজন করে আসছে ওইসব গ্রামগুলোতে আর আগে থেকে বলে রাখা মাদক ব্যবসায়ীরা মাদক নিয়ে চলে আসছে কাটলা শিবপুর রোড এর ফাঁকা জায়গায়, আর সেখানেই ফেনসিডিল সেবন করে চলে যাচ্ছে। ফলে ধরা ছোঁয়ার বাহিরে  থাকতেছে মাদক ব্যবসায়ী ও সেবী। প্রাশাসন আসার আগে সব কিছু মোবাইল ফোনে মাধ্যমে নিয়ন্ত্রণ করছে ব্যবসায়ীরা। এলাকাবাসী এসব বহিরাগতদের জন্য খুবই বেশি আতঙ্কিত ও ভারতীয় মাদকের ফলে করোনা ছড়ানোর ঝুঁকি ও অনেক বেশি।

This post has already been read 5099 times!

Check Also

বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল (১২ ফেব্রুয়ারি) …