বৃহস্পতিবার , জানুয়ারি ২৩ ২০২৫

করোনা থেকে মুক্তি পেতে মদ্যপানে ইরানে ৬শ’ মানুষের মৃত্যু

ছবি: সংগৃহীত

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক:  মদ বা অ্যালকোহল মুক্তি দিতে পারে করোনা থেকে। এই বিশ্বাসেই উচ্চ ঘনত্বযুক্ত অ্যালকোহল পান করেন কয়েক হাজার মানুষ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশে ইরানে।

অজ্ঞাতবশত করোনা থেকে মুক্তির আশায় মদ পানে ইরানে ৬০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে ভর্তি প্রায় ৩ হাজার জন। মধ্যপ্রাচের দেশগুলির মধ্যে ইরানে সবচেয়ে বেশি থাবা বসিয়েছে এই করোনাভাইরাস।

মঙ্গলবার (৭ এপ্রিল) এমনটাই জানিয়েছেন ইরানের জুডিসিয়াল প্রবক্তা গোলাম হোসেন ইসমাইলি। তিনি বলেন, ‘সংখ্যাটি খুব বেশি এবং আমাদের প্রত্যাশার বাইরে। অ্যালকোহল সেবন নিরাময় নয়, এটা মারাত্মক হতে পারে।’

তিনি আরো জানান, ‘এর সঙ্গে জড়িত প্রচুর লোককে গ্রেফতার করা হয়েছে৷ এতগুলো মানুষের মৃত্যু ও অপরাধমূলক কাজের জন্য তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’

This post has already been read 3684 times!

Check Also

মাছ ও ডিম উৎপাদনে এন্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করা হয়েছে- মৎস্য ও প্রাণিসম্পদ  উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: খাদ‍্য চাহিদা পূরণ ও নিরাপদ খাদ‍্য সরবরাহকে সরকার চ‍্যালেঞ্জ হিসেবে দেখছেন উল্লেখ করে …