এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: গাজীপুরের কাপাশিয়ায় অবস্থিত একটি ফিডমিল কর্মীর শরীরে করোনা (কোভিড-১৯) ভাইরাস পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে কাপাশিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম।
জানা যায়, প্রায় ২৮ বছর বয়সী উক্ত কর্মী জ্বর ও স্বর্দির উপসর্গ নিয়ে গত সপ্তাহে উপজেলা কমপ্লেক্সে ভর্তি হন এবং সেখান থেকে তার রক্তের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর –এ পাঠানো হয় এবং আজকে শুক্রবার (১০ এপ্রিল) উক্ত রোগীর রক্তে কোভিড-১৯ পজিটিভ ফলাফল আসে।
এ খবর পাওয়ার পর স্থানীয় প্রশাসন ছোঁয়া এগ্রো ফিড লিমিটেড নামে উক্ত ফিডমিল লকডাউন করে দিয়েছেন। ফ্যাক্টরিতে সর্বমোট ১২৫জন কর্মকর্তা কর্মচারী ছিলেন এবং তাদের সবার রক্ত পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ভিয়েতনাম থেকে একটি টিম ওই ফিড মিল পরিদর্শন করেন।