রবিবার , ফেব্রুয়ারি ২৩ ২০২৫

লিচুর রাজধানী দিনাজপুরের কালবৈশাখী ঝড়  

গোলাম মুরতুজা হোসেন (দিনাজপুর): দি দেশের লিচুর রাজধানী হিসেবে খ্যাত দিনাজপুরের আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮.৪০ দিকে কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে । কালবৈশাখী ঝড়ে বৃষ্টি ও প্রচন্ড বেগে বাতাস হচ্ছে। ইতিমধ্যে আম ও লিচুর এবং ইরিধানের ব্যাপক ক্ষতি আশংকা করছেন স্থানীয়রা। তবে বাতাস বেগ কতক্ষণ থাকবে তার উপর নির্ভর করবে বেশি ক্ষতির সমীকরণ।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত দেশে আবহাওয়া অস্থিতিশীল থাকবে। কালবৈশাখী ঝড় সহ বৃষ্টিপাত হতে পারে। এবছর আবহাওয়া অস্থিতিশীল হওয়ায় সবসময় পূর্বাভাস নাও মিলে যেতে পারে। অনেক সময় মেঘ দেখা গেলেও বৃষ্টি হবেনা। অনেক অঞ্চল বৃষ্টিহীন থাকতে পারে। কিছু এলাকায় শিলাবৃষ্টি হতে পারে।

দেশের উত্তর পশ্চিমে অনেক বড় আকৃতির মেঘের গঠন শুরু হয়েছে। গতিপথঃ উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব। হাওর অঞ্চলে আগামী ১৭২১ এপ্রিল স্বল্পস্থায়ী আকস্মিক বন্যার পূর্বাভাস রয়েছে।

This post has already been read 4241 times!

Check Also

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন- পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সরকারি, বেসরকারি সংস্থা ও সংগঠন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে …