Saturday , April 26 2025

ডা. মঈনের অকাল মৃত্যুতে সিকৃবি সাদাদলের শোক প্রকাশ

ডা. মো. মঈন উদ্দিন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিনের অকাল মৃত্যুতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এর শিক্ষক সংগঠন সাদাদলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

সাদাদলের সভাপতি প্রফেসর মো. ড. এমদাদুল হক ও সাধারণ সম্পাদক সহযোগী প্রফেসর মো. সামিউল আহসান তালুকদার স্বাক্ষরিত এক শোক বার্তায় আজ বুধবার (১৫ এপ্রিল) মরহুমের দুই সন্তান, সহধর্মিণী ও পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শোক বার্তায় প্রধানমন্ত্রী ঘোষিত রাষ্ট্রীয় বীমাসহ অন্যান্য সুবিধাদি দ্রুত ডাঃ মঈনের পরিবারকে প্রদানের দাবী জানানো হয়।

-সংবাদ বিজ্ঞপ্তি

This post has already been read 4474 times!

Check Also

চৈত্র সংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয়- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চৈত্র …