রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

বিএলআরআই ল্যাবরেটরিতে করোনা টেস্ট চালু হবে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক:  করোনা ভাইরাস টেস্ট করার জন্য বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ব্যাপারে সহযোগিতার জন্য সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও টেকনিক্যাল কমিটি ল্যাবরেটারি ইনভেস্টিগেশন (কোভিড-১৯) -এর সভাপতি ডা. নাসিমা সুলতান স্বাক্ষরিত একটি বিএলআরআই মহাপরিচালক বরাবরা পাঠানো হয়েছে।

করোনা সনাক্তকরণের জন্য আরটি পিসিআর কিটস্ সহ অন্যান্য লজেস্টিক স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিএলআরআই মহাপরিচালক ড. নাথুরাম সরকার এগ্রিনিউজ২৪.কম কে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি পাওয়ার পর করোনা চেস্ট চালু করার জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আগামীকাল বুধবার পরীক্ষামূলক কিছু কাজ করার পর আশা করা যাচ্ছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে পুরোদমে করোনা টেস্ট চালু করা যাবে।

ড. নাথুরাম সরকার বলেন, অত্যাধুনিক ল্যাবরেটরিসহ বিভিন্ন রোগ জীবাণু ও ভাইরাস নিয়ে গবেষণার অভিজ্ঞতা আমাদের আগে থেকেই রয়েছে। দেশের বর্তমান ক্রান্তিলগ্নে বিএলআরআই মানুষের পাশে থাকতে পারবো –এটি নিঃসন্দেহে ভালো লাগা ও গৌরবের।

This post has already been read 3917 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …