বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

কাঁচামাল আমদানিতে ২৮ এপ্রিল থেকে অনলাইনে এনওসি

পোল্ট্রি, ডেইরি, ও প্রাণিসম্পদ খাতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির অনাপত্তিপত্র (এনওসি) শীঘ্রই অনলাইনে পাওয়া যাবে। চলতি মাসের ২৮ তারিখ থেকে অনলাইনে আমদানি চাহিদার বিপরীতে অনাপত্তিনামাগুলো পাঠিয়ে দেয়া শুরু হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রাণিসম্পদ-২) কাজী ওয়াছি উদ্দিন।

আজ (২২ এপ্রিল) প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ ছুটির কারণে দীর্ঘদিন আটকে থাকা এনওসি মিটিংয়ে এসব কথা জানান কাজী ওয়াছি উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার, পরিচালক (প্রশাসন) ডা. শেখ আজিজুর রহমান, উপ-পরিচালক প্রশাসন ডা. এ কে এম আতাউর রহমান, প্রমুখ।

এ সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রথমবারের মত অনলাইনে এনওসি প্রদানের কার্যক্রম শুরু করল প্রাণিসম্পদ অধিদপ্তর। এ সম্পর্কে প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারি পরিচালক (প্রাণিস্বাস্থ্য ও প্রশাসন) ডা. আবু সুফিয়ান এবং সহকারি পরিচালক (খামার) ড. এ বি এম খালেদুজ্জামান জানান মোট ৬২৬টি আবেদন জমা পড়েছে। প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করে যত দ্রুতত সম্ভব এনওসিগুলো প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত: উল্লেখ্য বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) সহ পোল্ট্রি সংশ্লিষ্ট অপরাপর সংগঠনের আবেদনের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর অনলাইনে এনওসি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে পোল্ট্রি, ডেইরি, ও প্রাণিসম্পদ খাতে প্রয়োজনীয় কাঁচামালের আমদানি প্রক্রিয়া সচল হবে এবং সাপ্লাইচেইনে গতি ফিরে আসবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা।

This post has already been read 5483 times!

Check Also

এবার পাকিস্তান থেকে আসবে চাল

নিজস্ব প্রতিবেদক: খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান থেকে …