Saturday , April 26 2025

রোজায় খাবারের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: নওগাঁ জেলার ৯৯টি ইউনিয়নে ধানকাটা শ্রমিকদের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানার দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে মিন্টো রোডস্থ মন্ত্রীর সরকারি বাসভবন হতে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন

এ সময় দেয়া বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, জ্বর হলো করোনাভাইরাসের প্রধান লক্ষণ। তাই কৃষি শ্রমিকদের কারো জ্বর আছে কিনা তা খতিয়ে দেখা খুবই জরুরি। এজন্য প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিদিন শ্রমিকদের মাঠে পাঠানোর আগে জ্বর মেপে নিবেন। এছাড়াও পবিত্র মাহে রমজানে খাবারের দাম বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান মন্ত্রী।

তাঁর বক্তব্য শেষে খাদ্যমন্ত্রীর পক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক রঞ্জিত সরকার ২০০টি থার্মাল স্ক্যানার জেলা প্রশাসক হারুন-অর রশীদের কাছে হস্তান্তর করেন। নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, খাদ্য বিভাগ, কৃষি বিভাগ এবং চাল ব্যবসায়ী সমিতির নেতারা এসময় উপস্থিত ছিলেন।

This post has already been read 4164 times!

Check Also

প্রতিমাসেই চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চীনা বিনিয়োগকারীদের সকল ধরনের সমস্যা জানতে ও তার দ্রুত সমাধানে প্রতি মাসের ১০ …