বৃহস্পতিবার , জানুয়ারি ২৩ ২০২৫

পিরোজপুরের নেছারাবাদে ভর্তূকি মূল্যে কম্বাইন হার্ভেস্টার বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ চত্বরে রবিবার (২৬ এপ্রিল) স্থানীয় চাষি মোজাম্মেল মৃধার হাতে কম্বাইন হার্ভেস্টার বুঝিয়ে দেন উপজেলা  চেয়ারম্যান আব্দুল হক। উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু , উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ, উপসহকারি কৃষি কর্মকর্তা রথীন কুমার ঘরামী, বরুন কুমার সিকদার, শ্যামল চন্দ্র সুতার প্রমুখ।

৫০% ভর্তূকি মূল্যে এ আধুনিক কৃষি যন্ত্রপাতিটি বিতরণ করা হয়। এর বাজার মূল্য ১২ লাখ টাকা। এ যন্ত্রের সাহায্যে ধান কাটা , মাড়াই,  ঝাড়াই এবং বস্তা বন্দি একই সাথে করা সম্ভব। ৫০ শতাংশ জমিতে এ কাজ করতে সময় লাগে ১ ঘন্টা । জ্বালানি খরচ মাত্র ৫২০ টাকা। অথচ সনাতন পদ্ধতিতে শুধু ধান কাটতে প্রয়োজন কমপক্ষে ৭ জন শ্রমিক।এ জন্য মজুরি ব্যয় প্রায় ৪ হাজার ২ শ’ টাকা। আর সময় লাগে ৮ ঘন্টা। তাই এ যন্ত্র ব্যবহারে উৎপাদন খরচ অনেকটা হ্রাস পায়।

উপজেলা কৃষি অফিসার বলেন,  সংকটময় মুহূর্তে নেছারাবাদে কম্বাইন হার্ভেস্টারটি পেয়ে এলাকার কৃষকরা এখন অনেকটা স্বস্তিতে আছেন।

This post has already been read 4184 times!

Check Also

জৈব পদার্থ মাটির হার্ট- বরিশালে বিনার মহাপরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম …