সোমবার , জানুয়ারি ২০ ২০২৫

মধ্যবিত্তদেরও খাদ্যসহায়তার আওতায় আনা হয়েছে -শিল্প প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্নবিত্ত শ্রেণীর পাশাপাশি মধ্যবিত্তদেরও খাদ্যসহায়তা আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, যতদিন করোনা পরিস্থিতি থাকবে, সরকারের পক্ষ হতে দেশের সর্বত্র মানবিক খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

শিল্প প্রতিমন্ত্রী বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর মিরপুর ১০-এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে করোনা পরিস্থিতি মোকাবেলায় খাদ্য সহায়তা বিতরণকালে এ কথা বলেন। আজ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত পক্ষ হতে দুইশত পরিবারের প্রত্যককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ পিস হ্যান্ড স্যনিটাইজার ও ১ পিস সাবান করা হয়। করোনা পরিস্থিতিতে শিল্প প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে কয়েক দফায় প্রায় সাড়ে পাঁচ হাজার পরিবারকে ত্রাণ বিতরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনাপরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক কার্যক্রম বেগবান করতে সকল শ্রেণীর কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী ঘোষিত বিশাল অংকের প্রণোদনা প্যকেজ বাস্তবায়নের কাজ চলছে। দেশের ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাবার জন্য তিন বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। সরকারের কর্মতৎপরতার ফলে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রতিমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা অনুসরণ করে যার যার দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, রোজায় গরীব-অসহায়দের বেশি পরিমাণে দান করার জন্য কোরআন ও হাদীসের উৎসাহিত করা হয়েছে। এই নির্দেশনা অনুসরণ করে সমাজের ধনী-বিত্তবানরা করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের কল্যাণে আরো এগিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন। স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

This post has already been read 3006 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …