রবিবার , জানুয়ারি ১৯ ২০২৫

পটুয়াখালী সদরে বিনামূল্যে সবজির বীজ বিতরণ অব্যাহত

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালী সদরে বিনামূল্যে কৃষকের মাঝে সবজির বীজ বিতরণ অব্যাহত আছে। এর অংশ হিসেবে (২৬ এপ্রিল) উপজেলার বল্লভপুর গ্রামের মোল্লা বাড়ির আঙ্গিনায় ২০ জন চাষির হাতে এ উপকরণ তুলে দেয়ার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের(ডিএই)উপপরিচালক হৃদয়েশ্বর দত্তের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার এবং জেলা প্রশিক্ষণ অফিসার  মো. রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার  মার্জিন আরা মুক্তা, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর আহমেদ প্রমুখ।

কর্মসূচির আওতায় ৪০০ কৃষক এ সুবিধা পাবেন। আর এগুলো করোনা ভাইরাসজনিত কারণে তাদের বাড়িতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সরবরাহ করা হবে।এসব বীজের মধ্যে ঢেঁড়শ, লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, শশা ও ঝিংগা উল্লেখযোগ্য।

উপজেলা কৃষি অফিসার  বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি ইঞ্চি জমির ব্যবহার এবং আগামীতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষেই এ আয়োজন। এর মাধ্যমে উৎসাহিত হয়ে উপজেলার প্রতিটি কৃষকের বসতবাড়ি হবে এক একটি সবজির ভান্ডার।ফলে একদিকে মিটবে তাদের পারিবারিক খাদ্যের চাহিদা। অন্যদিকে মিলবে পুষ্টির যোগান। পাশাপাশি বাজারে বিক্রি করে পাওয়া যাবে নগদ কিছু অর্থ।

This post has already been read 3213 times!

Check Also

রাজশাহীতে অনুষ্ঠিত হলো মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহী সংবাদদাতা: “মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প” ২০২৪-২৫ অর্থ বছরের …