রবিবার , জানুয়ারি ১৯ ২০২৫

ঝালকাঠি সদরে বিনামূল্যে সবজির বীজ বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠি সদরে বিনামূল্যে কৃষকের মাঝে সবজির বীজ বিতরণ অব্যাহত আছে। এর অংশ হিসেবে ২৯ এপ্রিল উপজেলার বাসন্ডা ও বিনয়কাঠিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চাঝিদের হাতে এ উপকরণ তুলে দেয়ার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. ফজলুল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার  মো. রিফাত শিকদার, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি  মানিক রায় প্রমুখ ।

কর্মসূচির আওতায় ৪০০ কৃষক এ সুবিধা পাবেন। আর এগুলো তাদের বাড়িতে গিয়ে সরবরাহ করা হবে।এসব বীজের মধ্যে ঢেঁড়শ, লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, শশা ও ঝিংগা উল্লেখযোগ্য।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি ইঞ্চি জমির ব্যবহার এবং আগামীতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষেই এ আয়োজন। এর মাধ্যমে উৎসাহিত হয়ে প্রতিটি কৃষকের পতিত জমি চাষের আওতায় আসবে।

This post has already been read 3990 times!

Check Also

রাজশাহীতে অনুষ্ঠিত হলো মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহী সংবাদদাতা: “মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প” ২০২৪-২৫ অর্থ বছরের …