সিলেট সংবাদদাতা: সিলেট সদর উপজেলা খাদ্যগুদামের আয়োজনে চলতি বছরের অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ কার্যক্রম বৃহস্পতিবার (৭ মে) উপজেলার খাদিম পাড়া ইউনিয়নের কৃষক সাজিদ আলী কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আশফাক আহমদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি দাস চৌধুরী, উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, উপজেলার কর্মকর্তা বেনু গোপাল দাস প্রমুখ।
প্রধান অতিথি আশফাক আহমদ বলেন, সরকারিভাবে ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উপজেলা থেকে এ বছর কৃষকের কাছ থেকে ৪১১ মেট্রিক টন ধান কেনা হবে। ২৬ টাকা কেজি ধরে প্রতি মন ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৪০ টাকা।
একজন কৃষক ১ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন। সারা দেশের ন্যায় সিলেট সদর উপজেলার কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন না। ন্যায্য মূল্য দিয়ে কৃষকদের বোরো ধান ক্রয় করা হবে বলেও জানান তিনি।
এছাড়াও বাকী ৪১০ মেট্রিকটন ধান উপজেলার ৮টি ইউনিয়নের ৪১০ জন কৃষিকের কাছ থেকে সংগ্রহ করা হবে।