রবিবার , জানুয়ারি ১৯ ২০২৫

মায়ের রুহের জন্য দোয়া চেয়েছেন বিএবি সভাপতি টুটুল ও তাঁর পরিবার

প্রিয় দুই সন্তান মো. রকিবুর রহমান (টুটুল) ও অধ্যাপক মোহাম্মদ শামসুদ্দোহা -এর সাথে মরহুমা জনাবা সামছুন নাহার।

ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) সভাপতি এবং নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. রকিবুর রহমান (টুটুল) -এর মা জনাবা সামছুন নাহার (৭৫) গতকাল ১০ মে, রাত ৯.০০ ঘটিকায়, চট্টগ্রামের মা ও শিশু হাসাপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

অদ্য ১১ মে, রাত ১.০০ ঘটিকায়, খুলশী এলাকায় অবস্থিত পাহাড়িকা আবাসিক জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয় এবং গরীবুল্লাহ শাহ্ মাজার গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুমা সামছুন নাহার দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মরহুমা একজন স্বজ্জন ও বিনয়ী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্ তায়ালা’র দরবারে মরহুমার রূহের মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে সকলকে বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

This post has already been read 8207 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …