রবিবার , জানুয়ারি ১৯ ২০২৫

লোক নিয়োগ দিবে ফিড কোম্পানি প্যারাডাইজ সান

বিজ্ঞপ্তি: প্যারাডাইজ সান কোম্পানী লি., হাতিমারা, কাশিমপুর, গাজীপুর। বাংলাদেশের একটি স্বনামধন্য পোলট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান। দীর্ঘ ৬ বছর যাবত বাংলাদেশের পোলট্রি খাতে অবদান রাখছে। বর্তমানে কোম্পানির বাজার সম্প্রসারনের লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় মার্কেটিং অফিসার নিয়োগ দেয়া হবে। আগ্রহী আবেদনকারীদের পদ ও যোগ্যতা নিম্নে উল্লেখ করা হলো:

নং পদবী পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা
এরিয়া সেলস্ ম্যানেজার ৫ জন স্নাতক-স্নাতকোত্তর ৩ বছর
সহকারি সেলস্ ম্যানেজার ৫ জন স্নাতক ২ বছর
সেলস্ অফিসার ৫ জন এইচ.এস.সি শিক্ষানবিশ

Apply Online: www.paradisesunbd.com            E-mail: psclbd@yahoo.com

আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগের অনুরোধ করা হলো:

প্যারাডাইজ সান কোম্পানী লি.,

হাতিমারা, কাশিমপুর, গাজীপুর।

মোবাইল: ০১৭৭০-৭৯২৩১১, ০১৭৭০-৭৯২৩২৯

বি:দ্র: দূরবর্তী এলাকাতে ফিড পরিবহনের সুবিধার্থে ডিপো স্থাপন করা হবে।

This post has already been read 14377 times!

Check Also

বিএলআরআই -এর নতুন মহাপরিচালক ড. শাকিলা ফারুক

গাজীপুর সংবাদদাতা: দেশের একমাত্র প্রাণিসম্পদ গবেষণার জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর নতুন …