Tuesday , April 8 2025

আম্ফানে ঝড়ে পড়া আম ত্রাণ হিসেবে দেয়ার অনুরোধ কৃষিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:  সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় ঝড়ে পড়া আমগুলো ত্রাণ হিসেবে দুস্থ জনগণের মাঝে বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছছে। এতে একদিকে যেমন আমচাষিরা কিছুটা আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে অন্যদিকে তেমনি দু:স্থ এবং অসহায় জনগণের পুষ্টির ঘাটতি পূরণ হবে।

আজ (বৃহস্পতিবার, ২১ মে) হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকরী ঘুর্ণিঝড় আমফান এর ফলে কৃষিতে ক্ষয়ক্ষতি নিয়ে সাংবাদিকদের সাথে অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) মতবিনিময় সভায় এ অনুরোধ জানান কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি। এ সময় কৃষিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় আম্ফানে সাতক্ষীরা জেলায় প্রায় ৬০-৭০ ভাগ আম ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রিফিংকালে কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও সকলের সহযোগিতায় মহামারি করোনা এবং সুপার সাইক্লোন আম্পানের মতো দুর্যোগ মোকাবিলা করে দেশের খাদ্য উৎপাদনের বর্তমান ধারা শুধু অব্যাহত রাখা নয়, তা আরও বৃদ্ধি করে ২০৩০ সালের ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ (এসডিজি) অর্জন করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

This post has already been read 4561 times!

Check Also

কীটনাশক ছাড়াই বেগুন চাষে সাফল্য!

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশের মানুষের কাছে বেগুন একটি প্রিয় খাদ্য ও পুষ্টিকর সবজি হিসেবে পরিচিত। এটি …