Saturday , April 26 2025

করোনায় অতিরিক্ত সচিব কৃষিবিদ তৌফিকুল আলম এর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২তম ব্যাচের ছাত্র, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রজেউন)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থা আজ (শুক্রবার, ২২ মে) সকাল সাড়ে ১০ টায় তিনি ইন্তেকাল করেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এছাড়াও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ –এর পক্ষ থেকে মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স স্বাক্ষরিত এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

This post has already been read 3773 times!

Check Also

চৈত্র সংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয়- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চৈত্র …