শনিবার , নভেম্বর ১৬ ২০২৪

পানিতে নিমজ্জিত জমি ভাসমান কৃষির আওতায় আনতে হবে

নাহিদ বিন রফিক (বরিশাল): ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির ওপর এক কৃষক মাঠদিবস ২১ মে বরিশালের কৃষি গবেষণা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম।

তিনি বলেন, দিন দিন মানুষ বাড়ছে, কমছে জমি। তাই অতিরিক্ত লোকের খাদ্যের চাহিদা পূরণে পতিত জমি ব্যবহারের কোনো বিকল্প নেই। যেহেতু দক্ষিণাঞ্চলে বেশ কিছু জায়গা আছে, যেগুলো বছরের অধিকাংশ সময় পানিতে ডুবে থাকে। এসব স্থানে ভাসমান পদ্ধতিতে ফসল আবাদযোগ্য। এতে অনাবাদি জমি চাষের আওতায় আনা যাবে। পাশাপাশি পাওয়া যাবে বাড়তি খাদ্যশস্য।

প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, এসও মো. রাজিউদ্দিন, মো. মাহবুবুর রহমান, শর্মিলা দাস সেতু, স্মৃতি হাসনা এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। মাঠদিবসে ৮০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

This post has already been read 2726 times!

Check Also

 বরিশালের বাবুগঞ্জে বিনা ধান১৭’র মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনা ধান২৩’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ জেলার বাবুগঞ্জ …