শনিবার , জানুয়ারি ১৮ ২০২৫

করোনা আক্রান্ত ভেটেরিনারিয়ানদের পাশে বিভিএ

নিজস্ব প্রতিবেদক: বর্তমান করোনা ভাইরাসের দুর্যোগ পরিস্থিতিতে কোন ভেটেরিনারিয়ান বা তাঁর পরিবার কোভিড-১৯ এ আক্রান্ত হলে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের (বিভিএ) পক্ষ থেকে সহযোগিতা প্রদানের উদ্দ্যেগ গ্রহণ করা হয়েছে। এমতাবস্থায় সংগঠনটির পক্ষ থেকে সভাপতি ডা. এস এম নজরুল ইসলাম ও মহাসচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা প্রয়োজনীয় সহযোগিতা প্রাপ্তির লক্ষে নিম্নে বর্ণিত বিভিএ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন-

ডা. ফজলে রাব্বি মন্ডল আতা, জ্যেষ্ঠ সহ-সভাপতি, বিভিএ- ০১৭১৬২৩৩৯৩৩

ড. সৈয়দ আলী আহসান মটু, সহ-সভাপতি-১, বিভিএ- ০১৭১৫১৫৬৯১১

ডা. মো. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ, বিভিএ- ০১৭১১৮৩৭১৩৪

ডা. বিশ্বজিৎ রয়, যুগ্ম মহাসচিব-১, বিভিএ- ০১৩০২৩১০৩৮৬

ডা. মো. মফিজুল ইসলাম কনক, যুগ্ম মহাসচিব-২, বিভিএ- ০১৭১৫০৭৯৩৯৭

ডা. মো. ছরোয়ার হোসেন শিকদার, সমাজকল্যাণ সম্পাদক, বিভিএ- ০১৭১২৫৩৫৮৭৫

ডা. আব্দুল্লাহ শুভ, দপ্তর সম্পাদক, বিভিএ- ০১৭১৮৭৪৩৯৪৪

ডা. ইনাম আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিভিএ- ০১৭৩৫৬০৯৯৪৮

এছাড়াও, প্রয়োজনীয় সহযোগিতা প্রাপ্তির লক্ষে নিম্নে বর্ণিত নিজ নিজ বিভাগীয় ও মহানগর বিভিএ নেতৃবৃন্দের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে –

ডা. এ কে এম হুমায়ুন আরেফিন, সভাপতি, ঢাকা মহানগর – ০১৭১৩০০০০৯৭

ডা. মো. শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর – ০১৭৬৯৯১৯৯৯৯

ডা. মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগ-   ০১৭১২৫৪৮৫৬০

ড. মো. নুরুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বরিশাল- ০১৭১১১৫৫৮১৯

ডা. অরুন কান্তি মন্ডল, সহ-সভাপতি, খুলনা বিভাগ- ০১৭১১৩৯১৮২১

ডা. মো. ওমর ফারুক, সভাপতি, রংপুর বিভাগ- ০১৭১২১৩১২৩৭

ডা. মো. ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক, ঢাকা বিভাগ – ০১৭১১৯৭৯৯৬৭

ডা. মো. নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কুমিল্লা -০১৭১১৩১৬৩০৩

ডা. মো. সাইদুল ইসলা্লাম, সভাপতি, রাজশাহী বিভাগ – ০১৭১২৫০২২৮৮

ডা. সুপেন নন্দী, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিভাগ – ০১৬৭০৩৮৩৩৪০

ডা. মো. খায়ের উদ্দিন আহমেদ, সদস্য, ঢাকা বিভাগ – ০১৯৭০০৭৭৭২২

ডা. ঋত্বিক দেব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট – ০১৭১৭৫০৮১৮৩

This post has already been read 4151 times!

Check Also

SAU Hosts Intern Orientation Program in collaboration with Square Agrovet

SAU Correspondent: Sher-E-Bangla Agriculture University (SAU) held the Intern Orientation Program 2023 for students entering …