বুধবার , ডিসেম্বর ১৮ ২০২৪

প্রযুক্তির সিঁড়ি বেয়ে কৃষিকে নিতে হবে উচ্চ শিখরে -ডিএই অতিরিক্ত পরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল) : ‘করোনা পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার’ শীর্ষক দু’দিনের কৃষক প্রশিক্ষণ আজ প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।

তিনি বলেন, প্রযুক্তির সিঁড়ি বেয়ে কৃষিকে নিতে হবে উচ্চ শিখরে। মানুষ বাড়ছে। কমছে আবাদি জমি। সে জন্যই ফসলের আশানুরূপ উৎপাদন বাড়ানো দরকার। পাশাপাশি রাখা চাই এ ধারা অব্যাহত। কৃষি এখন দক্ষিণে। এ বছর ব্যাপকভাবে আউশ আবাদ হচ্ছে। বসতবাড়িতে চাষ হচ্ছে শাকসবজি। কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না। প্রতি ইঞ্চি জমির ব্যবহার নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা সফলকাম হবো।

কৃষি তথ্য সার্ভিস আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. তাওফিকুল আলম এবং বরিশালের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. নজরুল ইসলাম।

কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, এসও মো. রাশেদুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণে বরিশাল ও ঝালকাঠির বিভিন্ন উপজেলার ৩০ জন এআইসিসি সদস্য অংশগ্রহণ করেন।

This post has already been read 3424 times!

Check Also

কলাপাড়ায় পাটজাতীয় ফসলের আঁশ ও বীজ উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর কলাপাড়ায় বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও পাটজাতীয় ফসলের আঁশ …