শনিবার , নভেম্বর ১৬ ২০২৪

এক নজরে ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট

নিজস্ব প্রতিবেদক: ২০২০-২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ ন ম মুস্তফা কামাল, এম.পি। বিকেল তিনটার দিকে স্পিকার শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এবারের বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। বাজেটের স্লোগান হচ্ছে ‘অর্থনৈতিক উত্তোরণ ও ভবিষ্যত পথপরিক্রমা’।

*কমছে যেসব পণ্যের দাম: হ্যান্ডগ্লাভস, মাস্ক, আমদানিকৃত স্বর্ণ, আইসিইউ, কৃষিযন্ত্রপাতি, পিপিই, ওষুধ, চিনি।

*বাড়ছে যেসব পণ্যের দাম:: আমদানিকৃত মধু, সিগারেট, চকলেট, প্যাকেটজাত খাদ্য, বাদাম, জ্যাম, জেলী, আইসক্রিম।

*প্রস্তাবিত বাজেট ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা, ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা।

*জিডিপি প্রবৃদ্ধি ৮.২ শতাংশ।

*রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮২ হাজার ১৩ কোটি।

*স্বাস্থ্যখাতে জিডিপির ১.৩% বরাদ্ধের প্রস্তাব।

*আগামী বছর করোনার যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ১০ হাজার কোটি টাকা বরাদ্ধের প্রস্তাব।

*সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা তিন লাখ টাকা।

*নারীর করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার।

This post has already been read 3061 times!

Check Also

অ্যামচেম এর সাথে বিডার সংলাপ

আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ আজ ( সোমবার ,২১ অক্টোবর) রাজধানীর অভিজাত এক হোটেলে …