শনিবার , জানুয়ারি ১৮ ২০২৫

বরিশালের বাবুগঞ্জে বিনাতিল-২’র ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক ( বরিশাল): বিনাতিল-২’র ওপর কৃষক মাঠ দিবস আজ বরিশালের বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম। তিনি বলেন, ঐতিহ্য ফিরে পেতে দরকার তিলের আবাদ বাড়ানো।এক সময় ভোজ্যতেলের তালিকায় সরিষার পরেই ছিল তিলের স্থান। আজকাল এর ব্যবহার যথেচ্ছ পরিমাণ কমে গেছে। অথচ তিল স্বল্পকালিন ফসল। উৎপাদন খরচ কম। শস্য সহজেই সংগ্রহযোগ্য। লাভও হয় বেশ। তবে জলাবদ্ধতা সহ্য করতে পারে না। এজন্য প্রয়োজন উঁচু জমি নির্বাচন।

উপজেলা কৃষি অফিসার মোসাম্মৎ মরিয়মের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আকতার এবং আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন।বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জের  কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মো. আরিফুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, কৃষক আব্দুল জলিল চৌকিদার প্রমুখ।মাঠ দিবসে ১০০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

This post has already been read 4328 times!

Check Also

রাজশাহীতে অনুষ্ঠিত হলো মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহী সংবাদদাতা: “মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প” ২০২৪-২৫ অর্থ বছরের …