Saturday , April 26 2025

ভবিষ্যত কৃষিকে বেগবান করতে ভালো বীজের বিকল্প নেই – ডিএই অতিরিক্ত পরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল) : ‘বীজপরীক্ষা এবং মাননিয়ন্ত্রণে মাঠপ্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার গতকাল (১৮ জুন) বরিশালের ব্রিক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বীজ প্রত্যয়ন এজেন্সি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।

তিনি বলেন, ফলনের পাশাপাশি ভবিষ্যত কৃষিকে বেগবান করতে ভালো বীজের বিকল্প নেই। এ জন্য দরকার বীজপরীক্ষা এবং মাননিয়ন্ত্রণ। এ বিষয়ে চাষিকে সচেতন হতে হবে। বীজব্যবসায়ী হতে হলে অবশ্যই দক্ষ হওয়া চাই।

আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার বিনয় কৃষ্ণ দেবনাথের  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন এবং ডিএই বরিশালের উপপরিচালক মো.তাওফিকুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশালের জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, ঝালকাঠিরজেলা বীজ প্রত্যয়ন অফিসার  ড. মো. নজরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নিয়াজ মোর্শেদ প্রমুখ। সেমিনারে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 4855 times!

Check Also

বগুড়ায় ‘পার্টনার’ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

আহমেদ আলী (পাবনা) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর …