রবিবার , ফেব্রুয়ারি ২৩ ২০২৫

জনপ্রতি ২শ’ গ্রাম ফলের বিপরীতে দেশের মানুষ খায় মাত্র ৭৮ গ্রাম

নাহিদ বিন রফিক (বরিশাল): দক্ষিণাঞ্চলের উপযোগী বারি উদ্ভাবিত ফলের আধুনিক উৎপাদন কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ আজ (শনিবার, ২০ জুন) পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউপি. পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।বিএআরআই আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম।

তিনি বলেন, জনপ্রতি দুইশ’ গ্রাম ফল খাওয়া দরকার। আমরা খেতে পাই মাত্র ৭৮ গ্রাম। এ ঘাটতি পূরণ করতে হলে ফলের আবাদ বাড়াতে হবে। কেবল গাছ লাগালেই হবে না। যত্ন-আত্তিও করতে হবে।পাশাপাশি প্রয়োজন উন্নত জাত নির্বাচন।

স্থানীয় ইউপি. চেয়ারম্যান মো. খালেদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া এবং কৃষি সম্প্রসারণ অফিসার মো. আকরামুজ্জামান।

বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি. চেয়ারম্যান এম এ কুদ্দুছ, গাজী মো. ইউছুব প্রমুখ।

অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, উপসহকারি কৃষি অফিসার  মো. নাহিদ হাসান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৩০ জন কৃষাণ অংশগ্রহণ করেন।

 

This post has already been read 3965 times!

Check Also

বরিশালের বাবুগঞ্জে বিনাসরিষা-৯ এবং বিনাসরিষা-১১’র মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনাসরিষা-৯ এবং বিনাসরিষা-১১’র চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত …