Saturday , April 26 2025

বরগুনার আমতলীতে পাট চাষের ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল) : ‘সোনালি আঁশের সোনার দেশ মুজিববর্ষে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে আজ (রবিবার, ২১ জুন) বরগুনার আমতলী উপজেলা কৃষি অফিসে দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ পাট গবেবষণা ইনস্টিটিউট (বিজেআরআই)আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সি. এম. রেজাউল করিম। তিনি বলেন, উপকূলীয় এলাকায় খরিফ মৌসুমে বিজেআরআই উদ্ভাবিত পাট আবাদ করে এ অঞ্চলের শস্যনিবিড়তা বাড়ানো সম্ভব।এতে কৃষকের নগদ অর্থের যোগান হবে। পাশাপাশি এর কাঠি ব্যবহারের মাধ্যমে স্থানীয় পানের বরজ হবে সম্প্রসারিত।

আয়োজক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (চ. দা.) মো. টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাসেল, বৈজ্ঞানিক সহকারি পারভেজ হাওলাদার প্রমুখ।

প্রশিক্ষণে পাটের আধুনিক জাত পরিচিতি, রোগপোকা ব্যবস্থাপনা, পাট জাগ দেওয়া এবং বীজ প্রযুক্তিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।

This post has already been read 3877 times!

Check Also

বগুড়ায় ‘পার্টনার’ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

আহমেদ আলী (পাবনা) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর …