নাহিদ বিন রফিক (বরিশাল) : ‘সোনালি আঁশের সোনার দেশ মুজিববর্ষে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে আজ (রবিবার, ২১ জুন) বরগুনার আমতলী উপজেলা কৃষি অফিসে দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ পাট গবেবষণা ইনস্টিটিউট (বিজেআরআই)আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সি. এম. রেজাউল করিম। তিনি বলেন, উপকূলীয় এলাকায় খরিফ মৌসুমে বিজেআরআই উদ্ভাবিত পাট আবাদ করে এ অঞ্চলের শস্যনিবিড়তা বাড়ানো সম্ভব।এতে কৃষকের নগদ অর্থের যোগান হবে। পাশাপাশি এর কাঠি ব্যবহারের মাধ্যমে স্থানীয় পানের বরজ হবে সম্প্রসারিত।
আয়োজক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (চ. দা.) মো. টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাসেল, বৈজ্ঞানিক সহকারি পারভেজ হাওলাদার প্রমুখ।
প্রশিক্ষণে পাটের আধুনিক জাত পরিচিতি, রোগপোকা ব্যবস্থাপনা, পাট জাগ দেওয়া এবং বীজ প্রযুক্তিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।