রবিবার , জানুয়ারি ১৯ ২০২৫

লোক নিয়োগ দিবে এলিয়া ফিডস্ লিমিটেড

বিজ্ঞপ্তি: এলিয়া গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এলিয়া ফিডস্ লিঃ এর বিপনণ বিভাগের কার্য্যক্রম পরিচালনার জন্য নিম্নোক্ত পদ সমূহে মেধাবী, সৎ, যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।

শিক্ষাগত অন্যান্য যোগ্যতাবলী নিম্নরূপঃ

১) পদের নামঃ ডেপুটি ম্যানেজার/এ্যাসিসট্যান্ট ম্যানেজার (সেলস্ এন্ড টেকনিক্যাল সার্ভিস)

ফিসারীজ/মেরিন ফিসারীজ অনার্স/স্নাতকোত্তর পাশসহ ফিস ফিড বিপনণের ন্যূনতম ৪-৫ বছরের বাস্তব

অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ।

২) পদের নামঃ ডেপুটি ম্যানেজার/এ্যাসিসট্যান্ট ম্যানেজার (সেলস্ এন্ড টেকনিক্যাল সার্ভিস)।

ডি, ভি, এম পাশসহ ক্যাটেল ও পোলট্রি ফিড বিপনণে ন্যূনতম ৪-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

৩) পদের নামঃ সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ (সেলস্ এন্ড মার্কেটিং)

স্নাতক পাশসহ পপোলট্রি /ফিস ফিড বিপনণের ন্যূনতম ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

আগ্রহী প্রার্থীদেরকে ই-মেইলের (aleya.managerhrd@gmail.com) মাধ্যমে অথবা নিমবর্ণিত ঠিকানায় আবেদন পত্র, সদ্যতোলা ২ কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি এবং মোবাইল নাম্বারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক আবেদন করার জন্য অনুরাধ করা যাচ্ছে।

এডমিন বিভাগ, এলিয়া গ্রুপ

মমতাজ প্লাজা (৪র্থ তলা), প্লট-৭, রোড-৭/ডি (পূবালী ব্যাংক বিল্ডিং), সেক্টর-৯, উত্তরা, ঢাকা-১২৩০

ফোনঃ ৪৮৯৫০৮৮২-৩

This post has already been read 6132 times!

Check Also

বিএলআরআই -এর নতুন মহাপরিচালক ড. শাকিলা ফারুক

গাজীপুর সংবাদদাতা: দেশের একমাত্র প্রাণিসম্পদ গবেষণার জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর নতুন …