নিজস্ব প্রতিবেদক: ঢাকার নদীগুলোর দু’ধারে গাছ লাগিয়ে সবুজ বেষ্টনী দেওয়া হবে। ২০২৩-২৪ সালের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর দু’ধার মুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপ্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী।
আজ সোমবার (১৩ জুলাই) সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে উচ্ছেদ অভিযানের ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অনেক ক্ষমতাবানরা ঢাকা ও এর আশপাশের নদীর তীর দখল করে রেখেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব সেসব বিষয়ে তোয়াক্কা না করেই অভিযান চালিয়েছে এ অভিযান অব্যাহত থাকবে।
খালেদ মাহমুদ চৌধুরী বলেন, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদী সংলগ্ন যেসব খাল রয়েছে, সেই খালগুলোকে সংস্কার করা হবে। শুধু নদী নয় খাল দিয়েও নৌ চলাচল করবে, সে ব্যবস্থা আমরা করছি। আমাদের এই নদীমাতৃক দেশ যেনো পৃথিবীর বুকে অনন্য দৃষ্টি স্থাপন করে সে লক্ষ্যই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে।
উচ্ছেদের পর পুনরায় নদীর তীর দখল হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নদীর তীরগুলো অন্ধকারে ছিলো উচ্ছেদ অভিযান চালিয়ে আলোর পথে ফিরিয়ে এনেছি। যদি কেউ নদীর তীর পুনঃদখলের চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারী দেন তিনি।