Sunday , April 27 2025

নিশীথ কুমার মন্ডলকে বাঁচাতে এগিয়ে আসুন

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: দেশের পোলট্রি ও ফিস সেক্টরে অত্যন্ত সুপরিচিত প্রিয় মুখ সবার প্রিয় নিশীথ কুমার মন্ডল বর্তমানে খুবই সংকটাপন্ন অবস্থায় Evercare Hospital (এ্যাপোলো) এ চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন যা পরিবারের পক্ষে একা মেটানো সম্ভব না। নিশীথ কুমার মন্ডল একজন পুষ্টিবিদ হিসেবে বে এগ্রো ইন্ডাস্ট্রিজ লি., আগাতা ফিড লি., লায়ন ফিডস্ লি. সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

হৃদয়বান ও সদা হাস্যোজ্জল একজন মানুষ নিশীথ কুমার গত ১৫ জুলাই গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে এ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। উনার অবস্থা খুবই ক্রিটিকাল।গত ১৮ তারিখ রাত থেকে তাকে CCU তে ভ্যান্টিলেশনে রাখা হয়েছে। উনার ফুসফুসে তীব্র নিউমোনিয়া ধরা পড়েছে এবং হার্টের সমস্যায় ভুগছেন। (তার কোভিড-১৯ টেস্ট রেজাল্ট দুইবারই নেগেটিভ।)

নিশীথ কুমারের চিকিৎসার জন্য এই মুহূর্তে তার পরিবারের (স্ত্রী ও দুই মেয়ে) আর্থিক ও মানসিক সাপোর্ট খুব জরুরী।

তাই আমরা কি সদা হাসোজ্জ্বল নিশীথের এই ক্রান্তিকালে তার পরিবারের পাশে থেকে আর্থিক ও মানসিক সাহায্য দিয়ে সাহস দিতে পারি না?

আপনারা যারা আর্থিক সহযোগিতা পাঠাতে চান-

ব্যাংক একাউন্ট নাম্বার:

Suchitra chowhan
A/C No: 04434007693
Bank Asia
Moghbazar branch

This post has already been read 5514 times!

Check Also

চৈত্র সংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয়- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চৈত্র …