Friday , April 4 2025

এক লাখ চারা গাছ রোপণ করবে ঢাকা উত্তর সিটি -মেয়র ব্যারিস্টার শেখ তাপস

নিজস্ব প্রতিবেদক: এক লাখ চারা গাছ রোপণ করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ বুধবার (২২ জুলাই) দুপুরে নগর ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন শেষে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ কথা বলেন।

ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে যে ১ কোটি গাছের চারা রোপণ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন, ডিএসসিসি মাননীয় প্রধানমন্ত্রীর সেই মহতী অভিযাত্রায় যোগ্য অংশীদার হতে চান। সে লক্ষ্যে আজ হতে ডিএসসিসি’র আওতাভূক্ত এলাকায় এক লাখ গাছের চারা রোপণ করা হবে।

মেয়র আরো বলেন, বাংলাদেশে বনায়ন বৃদ্ধি করার জন্য, পরিবেশ সুসংহত করার জন্য ডিএসসিসি আজ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাব্যাপী এক লাখ চারা গাছ রোপণ কার্যক্রম শুরু হলো।

এ সময় তিনি নগর ভবন প্রাঙ্গণে ৩টি কৃষ্ণচূড়া ও ২টি রাধাচূড়া গাছের চারা রোপণ করেন।  অন্যান্যদের মধ্যে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন,  সচিব আকরামুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

This post has already been read 3375 times!

Check Also

দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযানে প্রায় ২০ কোটি টাকা জরিমানা, ৪৬২ ইটভাটা বন্ধ

নিজস্ব সংবাদদাতা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারা দেশে ২ …