শুক্রবার , জানুয়ারি ২৪ ২০২৫

বরিশালের গৌরনদীতে কৃষিমেলা উদ্বোধন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে তিন দিনের কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয় ২২ জুলাই। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহান মেরী।

তিনি বলেন, কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি।আর করোনা পরবর্তী খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের সক্ষমতা কৃষি বিভাগেরই রয়েছে।মেলায় উপস্থাপিত প্রযুক্তিগুলো মাঠে প্রয়োগের মাধ্যমে উৎপাদন অবশ্যই বৃদ্ধি পাবে।পাশাপাশি চাষাবাদে কৃষকরা হবেন উৎসাহিত।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, কৃষি সম্প্রসারণ অফিসার সারমিন আক্তার প্রমুখ।

বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত এ মেলায় ১৩ টি স্টল স্থান পায়।

This post has already been read 3195 times!

Check Also

জৈব পদার্থ মাটির হার্ট- বরিশালে বিনার মহাপরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম …