রবিবার , জানুয়ারি ১৯ ২০২৫

সাংসদ ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ জেলা আওয়ামী লীগের শোক

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য, নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং শ্রমিক নেতা ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

আজ নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব আব্দুল মালেক ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, ইসরাফিল আলম ছিলেন গণমানুষের নেতা। ইসরাফিল আলমকে দেশপ্রেমিক, নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে শোক বার্তায় আরো বলা হয়, ইসরাফিল আলমের মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। তিনি দেশ ও জনগণের কল্যানে নিবেদিত ছিলেন। গণমানুষের এ নেতার অসময়ে চলে যাওয়া দেশের  জন্য এক অপূরণীয় ক্ষতি।

নওগাঁ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, ইসরাফিল আলম গত সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৪ বছর বয়সে ইন্তেকাল করেন।

This post has already been read 3941 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …