Saturday , April 26 2025

বগুড়ার বন্যাদুর্গতদের মাঝে জার্মান প্রবাসীর খাদ্য সামগ্রী বিতরণ

আবুল বাশার মিরাজ: কোরবানি ঈদের দিনের কি আনন্দ বোঝেননি বগুড়া জেলার শেরপুর উপজেলার বিনোদপুর গ্রামের মানুষরা। নদী ভাঙ্গণ আর বন্যা কবলিত এসব পরিবারের কারো ঘরে আধা সের চাল ছিল না। ত্রাণের জন্য অপেক্ষায় থাকা পানিবন্দী এসব পরিবার গত কয়েকদিন ধরেই অনাহারে দিন কাটাচ্ছেন। এ খবরটি জেনেই জার্মান প্রবাসী সৈয়দ শাকিল ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে  ছিল চাল, ডাল, তেল, লবণ, লাউ, পেঁপে ও চালকুমড়া।

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ শাকিল বলেন,  ‘ঘরে খাবার নেই, ত্রাণের আকুতি’ শিরোনামে একটি খবর জানার পরই ব্যবস্থা গ্রহণ করি, দ্রুতগতিতে আমরা  চেষ্টা করেছি অনাহারে থাকা মানুষের ক্ষুধার কষ্ট মেটানোর জন্য। আমার পরিচালিত “Syed Shakil Wealfare Trust”,  মাধ্যমে “Asha Hoffnung fur Bangladesh e.V এবং  আলোকিত শিশু নামের সংগঠনগুলোও এ কাজে সহযোগিতা করে।

ওই প্রবাসী আরো জানান, খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দিতে  পেরে খুবই ভালো লাগছে। বন্যা কবলিত অনেক পরিবার কষ্টে দিন পার করছে, ওদের ফসলী জমি নষ্ট হয়ে গেছে। আসুন সবাইমিলে তাদের পাশে দাঁড়াই, সাহায্যের হাত বাড়াই।

This post has already been read 3939 times!

Check Also

চৈত্র সংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয়- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চৈত্র …