শেকৃবি সংবাদদাতা: বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে অনলাইন ক্লাস করতে স্মার্টফোন ক্রয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা প্রণয়নের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই নির্দেশনা অনুযায়ী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন সরবরাহের জন্য বস্তুনিষ্ঠ তালিকা প্রস্তুত করার কার্যক্রম শুরু করেছে।
গত ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম এর স্বাক্ষরিত: শেকৃবি/শিক্ষা ও বৃত্তি/১(১৫৩)২০২০/৪০১ ভিত্তিতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যে সকল শিক্ষার্থীর ডিভাইস ক্রয়ে আর্থিক সক্ষমতা নেই, শুধুমাত্র সে সকল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংযুক্ত ছকে -ছকটি ডাউনলোড করে রেজিস্ট্রার বরাবর সংশ্লিষ্ট কাগজপত্রসহ ই-মেইলে (registrar@sau.edu.bd.com) পাঠাতে হবে। আগামী ২৪ আগস্টের মধ্যে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।