নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সরেজমিন গবেষণা বিভাগের আয়োজনে আজ পটুয়াখালীর দুমকিতে শাকসবজি ও ফল উৎপাদনের আধুনিক কৌশলের ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম।
কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শরীরের রোগপ্রতিরোধে চাই নিরাপদ সবজি উৎপাদন। সুস্থভাবে বেঁচে থাকতে আমাদের প্রয়োজন পুষ্টিকর খাবার গ্রহণ। এর চাহিদা পূরণে ফল ও শাকসবজির অবদান সবচেয়ে বেশি। তবে খাবার যেন দূষিত না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া জরুরি। আর এ কাজে কৃষকের ভূমিকা থাকবে সবার আগে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহিদুল ইসলাম খান। বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী নজরুল ইসলাম, এসও (মৎস্য) মো. ছদরুল আলম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।
অনুষ্ঠানের শেষে জনপ্রতি ১২টি করে চার ধরনের মোট ২শ’ ৪০টি ফলের চারা কৃষকের মাঝে বিতরণ করা হয়।