রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

বরিশাল সদরে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

নাহিদ বিন রফিক (বরিশাল) : বরিশাল সদরের উপজেলা পরিষদ চত্বরে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনদিনের কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, প্রতিদিন জমি কমছে। বাড়ছে মানুষের সংখ্যা। বাড়তি খাদ্যের চাহিদা মেটাতে চাই অতিরিক্ত খাদ্য উৎপাদন।বাংলার টেকনাফ হতে লেতুলিয়ার সব জায়গার মাটি উর্বর।যে দেশে গাছ থেকে বীজ পড়ে চারা গজায়। সে দেশে কখনো খাবারের অভাব হবে না। শুধু প্রয়োজন জমির ব্যবহার নিশ্চিত করা। সে সাথে দরকার আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ।আর এগুলো চাষিদের দেখানোর জন্যই এ ধরনের মেলার আয়োজন।

উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর  উপপরিচালক মো. তাওফিকুল আলম,  উপজেলা ভাইস-চেয়ারম্যান অ্যাড. মো. মাহবুবুর রহমান মধু এবং উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জনাব রেহেনা বেগম। কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. তৌহিদ, মেট্টোপলিটন কৃষি অফিসার মোসা. ফাহিমা হক, বাংলাদেশ কৃষকলীগ বরিশাল জেলার সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, উপসহকারি কৃষি অফিসার বিনয় ভূষণ মন্ডল, আদর্শ কৃষক মন্টু হাওলাদার প্রমুখ।

বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত এ মেলায় ডিএই এবং কৃষি তথ্য সার্ভিসসহ ১২টি স্টল স্থান পায়।

This post has already been read 4362 times!

Check Also

সুনামগঞ্জে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের কর্মশালা

মো. জুলফিকার আলী (সিলেট) : বিনা উপকেন্দ্র, সুনামগঞ্জ এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, …