Thursday , April 3 2025

প্রফেসর ড. মো. আবু বকর সিদ্দিক-এর মৃত্যুতে সিকৃবি সাদাদলের শোক

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এর ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবু বকর সিদ্দিক-এর অকাল মৃত্যুতে সিকৃবি সাদাদল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ (রবিবার) এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় বলেন, প্রফেসর ড. মোঃ আবু বকর সিদ্দিক ছিলেন একজন শিক্ষাবিদ, খ্যাতনামা অনুজীব বিজ্ঞানী, গবেষক ও গঠনমূলক পর্যালোচক। তিনি অনুষদীয় ডিন, অর্থ পরিচালক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বপালনকালে সততা, দক্ষতা ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত রেখেছেন। তাঁর মৃত্যুতে সিকৃবি একজন অভিভাবককে হারালেন। তাঁর ক্ষতি অপূরণীয়।

This post has already been read 5893 times!

Check Also

বাকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাকৃবি সংবাদদাতা: পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় …