শনিবার , জানুয়ারি ১৮ ২০২৫

বাহাউদ্দিন নাছিম -এর রোগ মুক্তি কামনায় বাকৃবি নীল দলের দোয়া মাহফিল

বাকৃবি: বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ-এর সভাপতি ও মহাসচিব, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের  সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম -এর করোনা রোগ থেকে মুক্তির জন্য রবিবার (২০ সেপ্টেম্বর) নীল দলের আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উক্ত দোয়া অনুষ্ঠানে  বিশ্ববিদ্যালয় ও দেশের মঙ্গল কামনা করে করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং দেশ ও বিদেশের সকল কৃষিবিদদের জন্য বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে নীল দলের আহ্বায়ক প্রফেসর ড. মো. আহসান বিন হাবিব, সদস্য সচিব প্রফেসর ড. সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমান, প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ হোসেন,  প্রফেসর ড. ফকির আজমল হুদা, এডিশনাল রেজিস্ট্রার মো. অলিউল্লাহ, ডেপুটি রেজিস্ট্রার  সৈয়দ মাসাদুল হাসান আকিক, ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আশেপাশের মুসল্লীগণ উপস্থিত থেকে মোনাজাতে শরিক হন।

This post has already been read 3437 times!

Check Also

বশেমুরকৃবি’তে Capacity Building for Efficient Laboratory Management and Operations শীর্ষক কর্মশালা

বশেমুরকৃবি সংবাদদাতা: বশেমুরকৃবি’তে আইকিউএসি কর্তৃক Capacity Building for Efficient Laboratory Management and Operations শীর্ষক প্রশিক্ষণ …