Friday , April 18 2025

করোনা মুক্ত হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ ২৬ সেপ্টেম্বর শনিবার তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

করোনা চিকিৎসায় তিনি এতদিন রাজধানীর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্লাজমা দেওয়ার কথা থাকলেও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে পরবর্তীতে প্লাজমা থেরাপি লাগেনি। ডাক্তার তাঁকে আগামী দুই মাসের জন্য ওষুধ দিয়ে বাসায় বিশ্রামে থাকতে বলেছেন।

করোনামুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, দেশবাসী ও পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। দ্রুত সুস্থ হয়ে তিনি যাতে মানুষের জন্য কাজ করতে পারেন সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

This post has already been read 3822 times!

Check Also

নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মানুষ হিসেবে-দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের …