রবিবার , ফেব্রুয়ারি ২৩ ২০২৫

ব্রিডার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি টুটুল, সাধারণ সম্পাদক কাজী জাহিন হাসান

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি) এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাহার এগ্রো কমপ্লেক্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. রকিবুর রহমান (টুটুল) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী ফার্মস লি. এর পরিচালক কাজী জাহিন হাসান। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক অনলাইন সভায় বিএবি’র সদস্যবৃন্দের উপস্থিতিতে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

নতুন কমিটিতে দায়িত্ব বুঝে নেয়ার পর- বিদায়ী সাধারণ সম্পাদক আসিফুর রহমানসহ অন্যান্য সদস্যদের কৃতজ্ঞতা জানান সভাপতি মো. রকিবুর রহমান (টুটুল)। তিনি বলেন- বিগত কয়েক মাস যাবৎ এক কঠিন সময় পার করছে ব্রিডার ইন্ডাষ্ট্রিসহ সামগ্রিকভাবে পুরো পোল্ট্রি ইন্ডাষ্ট্রি। বাজার দর তলানিতে ঠেকেছে। ফলে লোকসানের অংক বাড়ছে। তবে আশার কথা হলো এ সংকটের মাঝেও আমরা সকলেই এক হয়ে কাজ করেছি, অ্যাসোসিয়েশনের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তকে সকলেই সম্মান দেখিয়েছি। এ সংকটকালীন সময়ে বিএবি’র প্রতি আস্থা রাখার জন্য সদস্যদের ধন্যবাদ জানান টুটুল।

কাজী জাহিন হাসান বলেন, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের পর কোভিড-১৯ মহামারি পোল্ট্রি শিল্পে সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে। তিনি বলেন- আমরা সম্মিলিতভাবে এ সংকট মোকাবেলার সচেষ্ট রয়েছি। সকলের সহযোগিতা না পেলে পরিস্থিতি হয়ত আরও খারাপ হতে পারত। তিনি বলেন, এখন যেভাবে একসাথে চলছি- এ ধারা অব্যাহত থাকলে ব্রিডার্স ইন্ডাষ্ট্রি আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে আমি আশাবাদি।

বিএবি’র নবগঠিত কার্যনির্বাহী পরিষদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাফিদ পোল্ট্রি এন্ড হ্যাচারি লি. এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান। সহ-সভাপতি হয়েছেন আমান ব্রিডার্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম।

অন্যান্য সদস্যরা হচ্ছেন: যুগ্ম সাধারণ- সম্পাদক কাজী গাফ্ফার আহমেদ, পরিচালক দি বাংলাদেশ হ্যাচারিজ লি.;  অর্থ সম্পাদক- শামসুল আরেফিন খালেদ (অঞ্জন), পরিচালক, নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লি.; সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ নুরুন্নবী ভঁইয়া, চেয়ারম্যান, প্রোভিটা হ্যাচারিজ লি.; সাংস্কৃতিক সম্পাদক- শাহেদা পারভীন তৃষা, পরিচালক, ভিআইপি শাহাদাত পোল্ট্রি এন্ড হ্যাচারি লি.; জনসংযোগ ও মিডিয়া বিষয়ক সম্পাদক- মো. মাহাবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, পিপলস্ পোল্ট্রি এন্ড হ্যাচারি লি.; দপ্তর সম্পাদক – শাহ্ ফাহাদ হাবীব, পরিচালক, প্ল্যানেট এগ্রো লি.।

এছাড়াও সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মসিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, প্যারাগন পোল্ট্রি লি.; আবু লুৎফে ফজলে রহিম খান (শাহরিয়ার), ব্যবস্থাপনা পরিচালক, আফতাব বহুমুখী ফার্মস লি.; লেঃ জেনারেল (অবঃ) এম. হারুন-অর-রশীদ বিপি, ব্যবস্থাপনা পরিচালক, রশিদ কৃষি খামার লি.; মো. সাইদুর রহমান বাবু, ব্যবস্থাপনা পরিচালক, এস.বি হ্যাচারিজ লি.; এবং এম. আজগর দাদা, পরিচালক, এম.এম আগা লি.।

ব্রিডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়- আগামী দুই বছর নবগঠিত এ কমিটি দায়িত্ব পালন করবে।

This post has already been read 6088 times!

Check Also

নবনিযুক্ত ডিএলএস ডিজির সাথে এগ্রো প্রফেশনালস অফ বাংলাদেশ নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান- এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন …