Tuesday , April 22 2025

পরিবারিক পুষ্টি বাগান পরিদর্শনে কৃষি সচিব

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি সচিব মো. নাসিরুজ্জামান আজ ঝালকাঠির নলছিটিতে পরিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করেন। এ সময় কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিকরণে পারিবারিক পুষ্টি বাগান রাখবে অনন্য ভূমিকা। এজন্য সঠিক পরিকল্পনার প্রয়োজন। প্রতি বেডে আলাদা শাকসবজি থাকবে। চাষাবাদ হবে মৌসুমভিত্তিক। জাত নির্বাচন যেন উচ্চফলনশীল হয়। সে সাথে দরকার যত্ন-আত্তি এবং রোগপোকা দমন। এসব ব্যবস্থাপনা হতে হবে নিরাপদ উপায়ে। এগুলো অনুসরণ করলে বাগানে উৎপাদিত সবজি হবে আশানুরূপ। আর পাওয়া যাবে সারাবছর। এতে আপনাদের পারিবারিক চাহিদা পূরণ হবে। বাড়তি অংশ বিক্রি করে মিলবে নগদ অর্থ।

তিনি উপজেলার বেশ ক’টি বাগান ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। তার সফরসঙ্গি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন, জেলা প্রশাসক মো. জোহর আলী, উপপরিচালক মো. ফজলুল হক, জেলা প্রশিক্ষণ অফিসার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস, মো. খায়রুল ইসলাম মল্লিক, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, নলছিটির উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, সদরের উপজেলা কৃষি অফিসার মো. রিফাত সিকদার প্রমুখ। পরে তিনি ঝালকাঠি সদরে স্থাপিত দু’টি সবজি বাগান পরিদর্শন করেন।

This post has already been read 4779 times!

Check Also

পাবনায় মাটি-বালু দিয়ে ভেজাল কীটনাশক  উৎপাদনের দায়ে জরিমানা

আব্দুল কাইয়ূম (পাবনা) : পাবনা জেলায় কৃষক পর্যায়ে ভেজাল সার ও কীটনাশক সরবরাহের উদ্দেশ্যে বেশ …