শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫

বরিশালে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ওপর কৃষক সমাবেশ

নাহিদ বিন রফিক (বরিশাল): বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী ও কৃষক সমাবেশ আজ রবিবার (৪ অক্টোবর) বরিশালের আরএআরএস ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের স্মল অ্যান্ড মার্জিনাল সাইজড ফার্মারস এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ইমপ্রোভমেন্ট অ্যান্ড ডাইভার্সিফিকেশন ফাইন্যান্সিং (এসএমএপি)প্রজেক্ট আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক  মো.  আমজাদ  হোসেন খাঁন। সম্মানিত অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাফি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভাসমান প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, আরএআরএস’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া এবং পিএসও ড. মো. আলিমুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. রায়হানুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মোহাম্মদ এরশাদুল হক। অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, এসও মো. রাজি উদ্দিন, মো. আলিমুর রহমান এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এসএমএপি প্রকল্পের আওতাধীন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি, প্রাণিসম্পদ ও কৃষি যন্ত্রপাতির ওপর জামানতবিহীন ঋণ বিতরণ করা হয়। এ কার্যক্রম ২০১৫ সাল হতে চলমান আছে। ২০২৯ সালে শেষ হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং শস্য বহুমুখীকরণের মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়নই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

This post has already been read 2776 times!

Check Also

সিলেট অঞ্চলে দুই দিনব্যাপি এআইসিসি সংশ্লিষ্ট/প্রগতিশীল কৃষকগণের প্রশিক্ষণ

সিলেট সংবাদদাতা: কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কর্যালয়, সিলেট কর্তৃক আয়োজিত ‘সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে …