Tuesday , April 22 2025

বাকৃবি ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মির্জা আবল হাশিম এর ইন্তেকাল

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মির্জা আবুল হাশিম আজ সোমবার (০৫ অক্টোবর) বিকেল ৫ টা ৪৫ মি. এ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল ত্যাগ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রফেসর ড. মির্জা আবল হাশিম অত্যন্ত দক্ষ, খ্যাতিমান ভেটেনারিয়ান, শিক্ষার্থী বান্ধব একজন শিক্ষক এবং সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

This post has already been read 4531 times!

Check Also

নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি, চায়না প্রতিনিধি দলের বারি পরিদর্শন

গাজীপুর সংবাদদাতা: কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশন, নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি (এনডব্লিউএএফইউ), চায়না প্রতিনিধি দল বুধবার (০৯ …