শনিবার , জানুয়ারি ১১ ২০২৫

মসলা আমদানিতে বছরে দেশের খরচ ৬ হাজার কোটি টাকা

নাহিদ বিন রফিক (বরিশাল): নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে মসলাফসলের গুরুত্ব অপরিসীম।আমাদের চাহিদা মেটাতে প্রতি বছর প্রায় ৬ হাজার কোটি টাকার মসলা বিদেশ থেকে আমদানি করতে হয়। এর মধ্যে পেঁয়াজের জন্য দরকার হয় ৪ হাজার কোটি টাকা। তাই মসলার আবাদ বাড়ানো দরকার।

সোমবার (১২ অক্টোবর) বরিশালের আরএআরএস হলরুমে ‘মসলাজাতীয় ফসলের উন্নত উৎপাদন কৌশল’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে গবেষণা প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন এসব কথা বলেন।

ফরিদপুরের মসলা গবেষণা উপ-কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মসলাজাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক  ড. শৈলেন্দ্রনাথ মজুমদার এবং ভাসমান কৃষি প্রকল্পের  প্রকল্প পরিচালক  ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলাউদ্দিন খান।

বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, পিএসও ড. মো. আলিমুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা শর্মীলা দাস সেতু, এসও স্মৃতি হাসনা এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ঊধর্বতন বৈজ্ঞানিক সহকারিসহ ৩০ জন  বৈজ্ঞানিক সহকারি অংশগ্রহণ করেন।

This post has already been read 2997 times!

Check Also

বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে কৃষিকে গুরুত্ব দিতে হবে -কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন,  বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন …