শনিবার , ফেব্রুয়ারি ২২ ২০২৫

লক্ষীপুরে নিরাপদ ফসল উৎপাদনের ওপর মাঠ দিবস

লক্ষীপুর: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত লক্ষীপুর কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৩ টায় পৌরসভাস্থ লক্ষীপুর কৃষক স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কানাইঘাট উপজেলার কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার এর সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো:আবুল হারিছ ও আলমগীর হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা  সুমন্ত ব্যানার্জি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নজির আহমদ পৌরসভার কাউন্সিলর বিলাল আহমদ, কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাহান, কাউন্সিলর শাহাব উদ্দিন চৌধুরী, সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ,কৃষক প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরবর্তীতে কৃষকদের মধ্যে পুরষ্কারও সনদপত্র বিতরন করা হয়।

This post has already been read 2886 times!

Check Also

বরিশালের বাবুগঞ্জে বিনাসরিষা-৯ এবং বিনাসরিষা-১১’র মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনাসরিষা-৯ এবং বিনাসরিষা-১১’র চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত …